Monday, April 24, 2017

What is freelancing and how to do it ?





$$$$$ ফ্রীলান্সিং কি এবং কিভাবে করতে হয় ????

ফ্রীলান্সিং : ফ্রীলান্সিং হল স্বাধীন বা মুক্তভাবে কাজ করার পেশা । ইন্টারনেট এ বিভিন্ন ওয়েবসাইট আছে (যেমনঃ UpWork, Freelancer etc.) যেখানে কম্পিউটার সংক্রান্ত বিভিন্ন কাজ করে টাকা উপার্জন করা যায় । এভাবে আয় করাকে ফ্রীলান্সিং বা আউটসোর্সিং বলা হয় । যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশের লোকেরা ওইসব ওয়েবসাইট এ কাজ করেন সেহেতু আপনাকে সেখানে কাজ করতে হলে খুব ভালভাবে কাজ জানতে হবে এবং ইংলিশ এ দক্ষ হতে হবে ।
 ঐ রকম ওয়েবসাইট এ উন্নত দেশের লোকেরা তাদের প্রয়োজনীয় কাজ তাদের দেশের টাকার চেয়ে কম টাকায় অন্য দেশের লোকের সাহায্যে করিয়ে নেন । কিন্তু ওই কম টাকাই আমাদের জন্য অনেক বেশি ।

যেভাবে কাজ করতে হয়ঃ আপনি যখন ভালভাবে কাজ শিখে দক্ষ হবেন এরপর বিভিন্ন ওয়েবসাইট বা মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট বা প্রোফাইল খুলে তা ১০০% কমপ্লিট করতে হবে । এরপর আপনি বায়ার বা ক্লায়েন্ট অর্থাৎ জারা কাজ দেন তাদেন পোস্ট করা কাজের নমুনা দেখতে পারবেন । আপনি যেই কাজ করতে পারবেন সে কাজ করার জন্য আপনি বায়ার কে মেসেজ এর মাধ্যমে তার কাজ করার অনুমতি চাইবেন । এই মেসেজ কে cover letter  বলে । আপনি পূর্বে ওই ধরনের কাজ করে থাকলে মেসেজের সাথে সেই কাজের নমুনা ডকুমেন্ট পাঠাতে পারেন । একে Portfolio  বলে ।
ক্লায়েন্ট আপনাকে কাজ করতে দিলে তা সুন্দরভাবে করে জমা দিতে হবে । এরপর তিনি আপনাকে পূর্বে নির্ধারিত টাকা ডলারে প্রদান করবেন । এইভাবে আপনি টাকা আয় করবেন । সেই টাকা আপনি আপনার সরাসরি ব্যাংক এ ট্র্যান্সফার করে নিতে পারবেন বা অন্য কোন অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট এ জমা রেখে পরবর্তিতে আপনার ব্যাংক এ ট্র্যান্সফার করে নিতে পারবেন ।   

No comments:

Post a Comment

Background Removal gig of Fiverr

After a lot of hard work I made everything ready for my Background Removal Gig of Fiverr. Through this gig I am providing clipping path back...