Wednesday, March 15, 2017

Helpful links

help for new freelancers in bd 
*** ওয়েব ডিজাইনের পুর্নাঙ্গ রেফারেন্স লিস্ট ***


কয়েকটি গুরুত্বপূর্নText ও Video বেস ওয়েবসাইটের লিস্ট রেফারেন্স হিসেবে শেয়ার করলাম । যেগুলো আপনাকে একজন স্কিলফুল ওয়েবডেভেলোপার হতে দারুনভাবে সহায়তা করবে ।
বি.দ্র: www.w3schools.com নিয়ে কিছু লিখলাম না কারন এই সাইট সমন্ধে আমরা সবাই জানি । যদি নিচে প্রদর্শিত লিঙ্কের কোন লিংঙ্ক কাজ না করে তহলে ওই লিংঙ্কটি কপি করে গুগুলে র্সাচ দেন তাহলে পেজ টি খুজে পাবেন ।
Text Base Web Sites:
১। www.html.net
এই সাইটটা মুটামুটি অনেক সুন্দর এইখানে একটি ফ্লোর্চাটের মাধ্যমে দেখানো হয়েছে কোনটার পরে কোনটা আপনার শেখা উচিৎ । তাছাড়াও এই সাইটের আর্টিকেলগুলা মান সম্মত ।


২। www.css-tricks.com
এই সাইট সাধারনত এ্যডভান্স লেভেলের ব্যবহারকারীদের জন্য । আপনি সি. এস. এস এর বেসিক ধারনা নেওয়ার পরে এই সাইটটা দেখলে ভাল হবে। এরা এ্যডভান্স সি.এস.এস ও সি. এস. এস 3 নিয়ে আলচলা করে । তবে এটা বিগিনারদের জন্যেও ভাল একটা সাইট । সি. এস. এস এর নিগুরতম তত্ত্ব নিয়ে এখানে আলোচলা করা হয় ।
৩। www.alvit.de/handbook
এই সাইটটির নাম ওয়েব ডেভেলোপাস হ্যান্ড বুক অসাধারন একটি সাইট । এদের আরটিকেল গুলা অত্যান্ত সমৃদ্ধ । এই সাইটটা Lynda.com এ রেফার করা হয় রেফারেন্স হিসেবে।
৪। www.sitepoint.com
এদের বুঝানোর ধরনটা অনেক পরিষ্কার এবং উদাহর ভিত্তিক । যা আপনি খুব দ্রুতই বুঝতে পারবেন । সাবলিল ভাষায় উপস্থাপনের কারনে এই সাইটের ভিজিটর অকর্ষনের ক্ষমতা অনেক ।
৫। www.wpbeginer.com
এটা wordpress বিষয়ে খুব ভাল একটা সাইট । wordpress ট্রিক এবং টিপস নিয়ে এমন হাজার টা ওয়েব সাইট গুগুলে র্সাচ দিলেই খুজে পাবেন ।
৬। www.hongkoit.com
এটি দারুন একটি অরটিকেল রিচড ওয়েবসাইট ।
৭। www.it-ebooks.info
এই সাইটের কথা আর কি বলবো আপনি কল্পনাও করতে পারবেন না এরা হাজার টাকা দামের বই শুন্য টাকায় দেয় । এই সাইটটি মুলত বইয়ের সংগ্রহশালা । কম্পিউটার সাইন্সের অসাধারন অসাধারন বই এদের সংগ্রহে যা আপনি
amazon.com অথবা ebay.com এ কিনতে যান দেখবেন দুইশো নিতশো ডলার করে দাম । তাই আমি নিসন্দেহে এবং জরুরী ভিত্তিতে এই সাইটের ওয়েব ডেভেলপমেন্টের উপরে যে বইগুলি আছে সেই বইগুলি আপনার সংগ্রহে রাখার পরামর্শ দেই । বিশেষ করে এদের Head first Series এর কিছু বই আছে সেইগুলি দ্রুত সংগ্রহ করে নিন ।
Video Base Website:ভিডিও বেস ওয়েবসাইটের কথা বলতেই যে সাইটের কথা প্রথম মনে আসে সেটাহলwww.phpaccademy.org
১। www.phpacademy.org
এটি একটি অসাধারন সাইট এদের সকল ভিডিও ইউটিউবে অপলোড করা । প্রায় ৫০০ শর ও উপরে পি. এইচ. পির লেসন আছে । আর এই সাইটের মেইন মজা হল রাশেল ভাই যেভাবে শেখায় প্রোজেক্ট ভিত্তিক সেইভাবে শেখায় । এইখানে এইচ.টি.এম.এল সি. এস.এস জাভাস্ক্রিপ্ট সকল কিছুরিই টিউটোরিয়াল পাওয়া যায় । এবং ভাল বিষয় হল আর.আর. ফাউন্ডেশনের মত এই সাইটের সকল কন্টেন্ট একদম ফ্রি ।
২। www.lynda.com
এদের প্রেজেন্টেশন কৌশল অসাধারন। তবে ছোট একটি সমস্যা আছে তাহল এদের সকল ভিডিও ফ্রি না কিন্তু তাতে কোন প্রবলেম নেই এদের অনেক ভিডিও ফ্রি । এখানে আজ একটি বিষয় আজ এডিট করলাম যা আপনাদের বিষেশভাবে কাজে লাগবে । নিচের লিঙ্কটি ফলো করুন, কারন লিন্ডার টিউটোরিয়াল বলেন বা যেকনো দামী টিউটোরিয়াল বলেন এগুলা ফ্রি না তাই টরেন্ট সাইট সবচাইতে নিরাপদ ফ্রি প্রিমিয়াম টিউটোরিয়ালের জন্য আর এজন্য আমি টিউটোরিয়ালের টরেন্ট সাইট শেয়ার করলাম। আপনাকে শুধু BitTorrent Software টি ইউজ করতে হবে এগুলা ডাউনলোড করার জন্য । নিচের এই লিঙ্কটিতে লিন্ডা সহ মুটামুটি আপনারা অনেক টিউটোরিয়াল পাবেন । http://kickass.to/tutorials
৩। www.learnerstv.com
এই সাইটটাতে শুধু ওয়েব ডেভেলপমেন্ট বা কম্পিউটার বিষয়েই জানতে পারবেন তা না । এই সাইটে অনেকগুলি সাব্জেক্টের উপরে ভিডিও টিউটোরিয়াল আছে ।
৪। www.videolectures.net
এই সাইটটাও অনেক ভাল । এটাও learnerstv.com এর মতই শুধু কম্পিউটার সাইন্স বা প্রোগ্রামিং নয় আপনাকে এরা অনেক বিষয়ের উপর শিক্ষা দেবে এবং পুরোটাই ফ্রিতে।
৫। www.thenewboston.org
এই সাইটের টিউটোরিয়ালগুলা যথেষ্টভাল । বুঝানোর কৌশলগুলিও আমার ভাললেগেছে । পি.এইচ. পি, সি এস এস জাভাস্ক্রিপ্ট সহ সকল কিছুরি টিউটোরিয়াল এখানে পাবেন ।
৬। www.wordpress.tv
সাইটটি আমি আগের একটি পোষ্টে শেয়ার করেছিলাম তার পরেও এখানে দিলাম কারন এটি একটি পূর্ণাঙ্গ রেফারেন্স হতে যাচ্ছে । যাইহোক এই সাইটটি Wordpress Incorporation এর অফিসিয়ল টিউটোরিয়াল সাইট । এখানে সারাবিশ্বে Wordpress নিয়ে বিভিন্ন কর্মশালা, Wordpress এর হাজার ধরনের টিউটোরিয়াল এবং Wordpress ট্যালেন্টরা Wordpress এর বিভিন্ন দিক বর্ননা করেন । Wordpress সমন্ধিও নিউজ ও এখানে পাওয়া যায় ।
৮। www.tv.adobe.com
এই সাইটটি মুলত অ্যডবির বিভিন্ন প্রোডাক্টের টিউটোরিয়ালের জন্য তৈরী । এখানে হাজার রকমের অ্যডবির টিউটোরিয়াল পাওয়া যায় । মুলত যদি ফটোসপ অথবা ড্রিমওয়েভার এর টিউটোরিয়াল আপনার দরকার হয় তাহলে এই সাইটে ঘুরে আসুন । এছাড়াও এডোবির সকল প্রোডাক্টের হাজার রকমের টিউটোরিয়াল এখানে পাবেন । এটি এডোবির অফিসিয়াল সাইট । নিচে কয়েকটি মাস্ট রিড ওয়েব ডিজাইন বিজনেস বিষয়ক বই শেয়ার করলাম । ওডেস্কে কাজ অথবা ওয়েব ডিজাইন ব্যবসা শুরু করার আগে এই বইগুলি অবশ্যই পড়ে নিন । শুধু ভাল ওয়েব ডেভেলোপার হলেই একজন ভাল ওয়েব ডেভেলোপমেন্ট ব্যবসায়ী হওয়া যায় না । সুনামধন্য একজন ওয়েব ডেভেলোপমেন্ট ব্যবসায়ী হতে হলে এই ব্যবসায়ীক জ্ঞানগুলো আপানার থাকা দরকার । আশা করি এই বইগুলি পড়ে এর জ্ঞানগুলি অত্মস্থ্ করে ওডেস্কে অথবা ওয়েব ডেভেলোপমেন্ট ব্যবসা করতে গেলে কাজ পাচ্ছি না কাজ পাচ্ছি না বলে আপনাকে চিৎকার করতে হবে না ।
১। http://www.airgid.com/wp-conte…/uploads/2012/…/wdsg_fitc.pdf
এই বইটা অসাধারন একটি বই ক্যানাডিয়ান একজন ওয়েব ডেভেলোপারের লেখা । তার ৮ বছরের ওয়েব ডেভেলোপমেন্ট ব্যবসা এবং ফ্রিল্যানসিং এর বিভিন্ন ভুল এবং সমাধান তিনি এই বইয়ে তুলে ধরেছেন ।
২। http://media.lateralaction.com/creativetime.pdf
এই বইটা টাইম ম্যনেজমেন্টের উপর একটি অসাধারন বই । একজন ওয়েব প্রোফেশনাল হিসেবে আপনার সময়গুলোকে কিভাবে সঠিকভাবে কাজে লাগাবেন তা যানতে হলে বইটি পরুন । এখানে বইয়ের লিংঙ্ক দেওয়ার চাইতে আমি ম্যাসাবলের একটি আর্টিকেল শেয়ার করে দিলাম এখানে ১০ টি বিশেষ গুরুত্বপূর্ন বইয়ের ওরা লিস্ট করেছে এই লিংঙ্ক থেকে এই ১০ টি বই সমন্ধে জেনে নামিয়েনিয়ে পড়ুন ।
http://mashable.com/2010/08/18/free-ebooks-web-designers/
সবাইকে ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য ।


#collected from facebook

1 comment:

  1. Excellent and really interesting blog. I really am into blogs that have to do with building muscle, so this is refreshing to me to see what you have here. Keep it going! force factor Best SEO Services

    ReplyDelete

Background Removal gig of Fiverr

After a lot of hard work I made everything ready for my Background Removal Gig of Fiverr. Through this gig I am providing clipping path back...